ইতিহাসে বাঁধা, কথা আর
কাজ
চিরাচরাত দ্বন্দ্বে আছে আবদ্ধ
সমাজ
সত্যি কথা বলো,
তাই যতই কথায় বলি
কাজের বেলায় শুনি
আমরা মুখে
মিথ্যে বুলি।
সৎপথে চলো থাকে
কথার কাগজে
কাজের বেলায় অসৎ
পথই আসে যে সহযে
যুদ্ধ থামাও! শান্তি
আনো, সারা বিশ্ব বলে
অস্ত্র শস্ত্র কেনাবেচা
চুপিচুপি চলে
আয় ফাঁকি দিওনা,
শুধু নিয়ম কথা বলে
কারচুপি করছে আইন, আড়ালে
আবডালে
এর ফলে অবিশ্বাস
আর হিংসাজালের ফাঁদে
আমাদেরই প্রাণপাখি দুঃখ্যে-কষ্টে কাঁদে।
ভাল শিক্ষা পেয়েও
আমরা যুগযুগ ধরে
নিঃশব্দে কথার খেলাপ করছি
একই ভাবে
আজকের শিশুরাও তাই একই পড়া পড়ে
পড়বে তারা আটকা বূঝি একই জালের প্রভাবে।
কথা-কাজের যুদ্ধ থেকে বিশ্ব মুক্তি চায়
কথা-কাজের যুদ্ধ থেকে বিশ্ব মুক্তি চায়
শিক্ষা যদি এই
দুজনের ভাব করিয়ে দেয়
শান্তি আসে মুক্তি
আসে স্বস্তি ও সম্মান
কথা-কাজের মিলনপথের করলে সন্ধান।
No comments:
Post a Comment